পুঁজিবাজারে বহুল আলোচিত কোম্পানি এসকে ট্রিমসের উৎপাদন ১৪ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ব্যাংক হিসাব সচল হওয়ায় লে-অফ প্রত্যাহার করে উৎপাদন শুরু করেছে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গত ৭ সেপ্টেম্বর কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দ করে। এরপরে রপ্তানিমূখী, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে অনুরোধ করলে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক হিসাব জব্দের আদেশ তুলে নেয়।

তবে ১১ জুলাই দুদকের সুপারিশে মেট্রোপলিটন জাজ ও বিএফআইইউ ৯টি ব্যাংক হিসাব জ্বদ করে। যে আদেশের উপর ১৮ সেপ্টেম্বর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ-আদালত। যা ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল।
তবে কোম্পানিটি ৭ জুলাই তাদের উৎপাদন বন্ধ করে দেয়। ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদগন কার্যক্রম আবার শুরু হয়।