শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম ও এস.এম নুরুল আলম রিজভী শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির দুই উদ্যোক্তা পরিচালক ২ কোটি ১১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে।
এরমধ্যে এস.এম আশরাফুল আলম তার ছেলে শাহরিয়ার আলম শুভকে ৬০ লাখ ৬০ হাজার এবং মেয়ে ফারিয়া আলম প্রভাকে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবে।
আর অপর উদ্যোক্তা পরিচালক নুরুল আলম তার মেয়ে রিফা তাসনিয়া স্বর্ণাকে ৯০ লাখ শেয়ার হস্তান্তর করবেন।

ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।