বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার ১ টাকা ৯০ পয়সা বা ৪ শতাংশ দর বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দর শেয়ারটির। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে ব্যাংকটির ১ হাজার ৬৩৮ বারে ১৫ লাখ ৭ হাজার ৫৮২টি শেয়ার লেনেদেন হয়।
ইসলামী ব্যাংক পুঁজিবাজারে ১৯৮৫ সালে তালিকাভুক্ত হয়। ব্যাংকটি গত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিচ্ছে।
