সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনেদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১.১৩ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ৪১.১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই–৩০ সূচক ২৯.৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.১৩ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৬টির।
এদিকে বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ডিএসইতে ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ১১ লাখ টাকা বেশি । গতকাল লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৫ পয়েন্টে।
সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ১১০টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ১৭ কোটি ১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।