ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সূচকের উত্থানেও দরপতন ৫৬ ভাগ কোম্পানির

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার কিছুটা মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৪টি বা ৫৬.৫৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ১২.৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার  ৬৯৪  পয়েন্টে অবস্থান করছে।  ডিএসই–৩০ সূচক ৮.৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ২২৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৯টির।

এদিকে বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮১ কোটি ৩০ লাখ টাকা কম । গতকাল লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৭  পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ১৩২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে ৮ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন