পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি পরিশোধিত মূলধন বৃদ্ধি করার জন্য শেয়ার ইস্যু করবে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির শেয়ার ইস্যুতে সম্মতি জানিয়েছে।
জানা গেছে, কোম্পানিটিকে পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে ৬৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৭৫ টাকায় ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬৬ কোটি টাকা সংগ্রহ করবে। নতুন ইস্যু করা শেয়ার তিন বছরের জন্য লক-ইন রাখার নির্দেশ দিয়েছে বিএসইসি।

শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।