শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটি ফান্ডের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ফান্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের নিয়ে সভা আয়োজন করবে । যেখানে ইউনিটহোল্ডারদের ভোটের মাধ্যমে মতামত নেওয়া হবে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডটির আগামী ৩১ অক্টোবর মহাখালীর রাওয়া কনভেনশন হলে সভা হবে। এতে ফান্ডটির মেয়াদ বাড়ানো নিয়ে ইউনিটহোল্ডারদের সঙ্গে আলোচনা ও ভোট নেওয়া হবে।
এ লক্ষ্যে ইউনিটহোল্ডার নির্ধারনে আগামী ৮ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ইউনিট থাকবে, তারা সভায় অংশগ্রহণ ও ভোট দিতে পারবে।