ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

একনজরে বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৮ সেপ্টেম্বর)  লেনদেনের শীর্ষে ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির আজ ২৫ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৫ হাজার ৯৯৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১ হাজার ৩৫৫ বারে ২২ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লিনডে বাংলাদেশ ১৭ কোটি ৯২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল রিসোর্ট ১২ কোটি ৭৩ লাখ, স্কয়ার ফার্মা ১২ কোটি ৩৩ লাখ, ইবনে সিনা ফার্মা ১০ কোটি ৯৮ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৮৫ লাখ, টেকনো ড্রাগস ৯ কোটি ৮০ লাখ, ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ৫৪ লাখ এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন