ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করতে পারবে এক্সিম ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংককিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে পরিবর্তন করা হয়েছে। বন্ডটি ৩০০ কোটি টাকার পরিবর্তে ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করতে পারবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে ২৫০ কোটি টাকার এক্সিম ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে। এর আগে ব্যাংকটি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল।

এছাড়া বন্ড ইস্যু সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তি থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এর আগে এক্সিম ব্যাংক গত ১৯ জুন ৩০০ কোটি টাকার এক্সিম ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। বন্ডটি ৭ বছর মেয়াদী। বন্ডটি টিয়ার-২ এর শর্ত পূরণে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন