ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। আর আজকে লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে ৩ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। এতে কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকা সত্ত্বেও বিক্রেতা নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, গ্লোবাল হেভি কেমিক্যাল ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবারর বেলা ১২টা ৪৮ মিনিট পরযন্ত ডিএসইতে বিডি থাইয়ের ২ লাখ ৫ হাজার ৮৩৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে বিডি থাই ফুডের ৩৭ হাজার ৩৪২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারেও বিনিয়োগকারীদের আস্থা দেখা যাচ্ছে। এই কোম্পানির শেয়ারেও অসংখ্য ক্রয় আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।