ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন

২ ঘণ্টায় সূচক কমেছে ৩১ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এই সময়ে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৩১.১৬ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, রবিবার (১১ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৩১  দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন