ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১:৩০ অপরাহ্ন

পতন দিয়ে সপ্তাহ শুরু

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের পতনে লেনেদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৮২টি বা ৪৫.৮৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসই প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭১১  পয়েন্টে অবস্থান করছে। কমেছে ডিএসই–৩০ সূচক। এই সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, দর কমেছে ১৮২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৬টির।

এদিকে রবিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৪ কোটি ৪৩ লাখ টাকা কম । বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৯  পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৬টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে  কোটি  লাখ  হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন