ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ন

সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় জেড ক্যাটাগরির ৩ কোম্পানি

সমাপ্ত সপ্তাহে (০৮-১২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি। তালিকায় থাকা ১০টির মধ্যে ৩টি জেড ক্যাটাগরির কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে জেড ক্যাটাগরির ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫২.০১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪০ টাকা; যা গত সপ্তাহে ৪৮৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার দর ৩১ টাকা ৬০ পয়সা বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১২৬ টাকা ৬০ পয়সা; যা গত সপ্তাহে ১৬৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগরির আরেক কোম্পানি নর্দার্ণ জুট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ২৮.১১ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ২৪.৬৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২১.৭৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ২১.২২ শতাংশ, বিকন ফার্মার ১৯.২৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫.৮৬ শতাংশ, বেক্সিমকো গ্রীণ সুকুরের ১৫.১২ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসির ১৫.০০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন