ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

একনজরে লেনদেনের সেরা ১০ কোম্পানি

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লিন্ডেবিডির শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার লিন্ডেবিডি ৫১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটির ৩ লাখ ৫৫ হাজার ৫৯২টি শেয়ার হাতবদল হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজ ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আজ কোম্পানিটির ২৬ লাখ ২৩ হাজার ২৩৬টি শেয়ার হাতবদল হয়েছে।

এনআরবি ব্যাংক ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির হাতবদল হওয়া শেয়ার সংখ্যা ১ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৯৯৭টি।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশ ২২ কোটি ১২ লাখ টাকা, গ্রামীণফোন ১৭ কোটি ৯২ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১৭ কোটি ৭১ লাখ, ব্রাক ব্যাংক ১৭ কোটি ৬৬ লাখ, অগ্নি সিস্টেম ১৫ কোটি ৭১ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ৯৬ লাখ ও ইসলামী ব্যাংক ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন