ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের

নাজমুল হাসান পাপন অধ্যায় শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। গত ২১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর তিনি একাধিক বৈঠকও সেরেছেন। এবার ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে বোর্ডে দায়িত্ব পালন করেছেন এমন পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ফারুক আহমেদ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে এ বৈঠক হয়েছে। এ সময় তারা গেল ১৭ বছরের দুর্নীতির তদন্ত করার দাবি জানিয়েছেন বোর্ড সভাপতির কাছে।

বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করা এই ৮ পরিচালক হলেন– কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, জাহিদ হোসেন ও আসাদুজ্জামান। সাক্ষাতের পর একটি অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন তারা। এই পরিচালকদের সবাই সর্বশেষ বিএনপি আমলে (২০০১ থেকে ২০০৬) বিসিবি পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

অনানুষ্ঠানিক এই বৈঠকে ফারুক আহমেদের সঙ্গে পরিচালক ফাহিম ও বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শাহ নুরুল কবির শাহীন সাংবাদিকদের বলেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারবো না। আমরা বিসিবি প্রধানকে সব ধরনের সগযোগিতা করার কথা জানিয়ে গেলাম।’ মহিউদ্দিন বুলবুল বলেন, ‘একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।’

বৈঠক শেষে আরেক সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী বলেন, ‘ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে গত ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যারাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমানে সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এতো দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ