চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিককে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম আহমেদ উল্লাহ (৩৮)।
শনিবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিদগ্ধ আট শ্রমিককে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে আহমেদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ বাকি সাত শ্রমিক হলেন বরকত উল্লাহ ওরফে রফিক (২৩) আনোয়ার হোসেন (৪৫), আল আমিন (২৩) জাহাঙ্গীর আলম (৪৮), হাবীব (৩৫), মো. খাইরুল ওরফে রফিকুল (২১) ও আবুল কাশেম (৩৯)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, রাতে চট্টগ্রাম থেকে আটজন দগ্ধকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর মধ্যে আহমেদ উল্লাহ নামে একজন মারা গেছেন। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এদিকে বরকত উল্লাহর শরীরের ৬০ শতাংশ, আনোয়ার হোসেনের ২৫ শতাংশ, আল আমিনের ৮০ শতাংশ, জাহাঙ্গীর আলমের ৭০ শতাংশ, হাবিবের ৪৫ শতাংশ, আবুল কাশেমের ৭০ শতাংশ ও খায়রুল ইসলামের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১২ শ্রমিকসীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১২ শ্রমিক
এই শ্রমিকদের সহকর্মী নাজমুল ইসলাম বলেন, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর তেঁতুলতলা এলাকায় জাহাজে কাজ করার সময় তেলের ট্যাংকে বিস্ফোরণ হয়ে দগ্ধ হন তাঁরা। প্রথমে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আটজনকে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল নিয়ে আসা হয়।