এখনও ফুটবলবিশ্বকে বিদায় জানাননি। তবে এটা নিশ্চিত যে ক্যারিয়ারের শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলে ফেললেন পর্তুগিজ ফুটবলের রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রাতে ফ্রান্সের বিপক্ষে তার দল যে হেরে গেছে টাইব্রেকারে।
স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের পর রোনালদো জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ ইউরো। শেষ ষোলোয় ভক্তরা তাই হয়ত আশায় বুক বেঁধেছিলেন শিরোপা জেতার। কিন্তু তা আর হলো না।

হামবার্গে শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো আর এমবাপ্পে। যেখানে অবশ্য শেষ হাসি এমবাপ্পেরই। টাইব্রেকারে ৫-৪ গোলে তার দল হারিয়েছে পর্তুগালকে।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও স্কোরবোর্ড গোলশূন্য থাকায় টাইব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
শুটআউটে রোনালদো গোলের দেখা পেলেও দল হেরেছে। জোয়াও ফেলিক্সের নেওয়া পর্তুগালের চতুর্থ শট পোস্টে লেগে মিস হলে সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। বিপরীতে পাঁচ গোলের সব জয়টি জালে জড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।
