ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনপ্রণেতারা ২০২৬ সাল থেকে ওইসিডির (উন্নত ৩৬টি দেশের জোট) বাইরে প্লাস্টিক বর্জ্য রফতানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছেন। এর আগে কেনিয়ার নাইরোবিতে প্লাস্টিক দূষণের ওপর একটি বৈশ্বিক চুক্তিতে পৌঁছার লক্ষ্যে কূটনীতিকরা মিলিত হন।
ইউরোপীয় সংসদের ডেনিশ সদস্য পার্নিল ওয়েইস বলেন, ‘আবারো আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে বর্জ্য একটি সম্পদ। যদি এটি সঠিকভাবে পরিচালনা করা হয়, তাহলে পরিবেশ বা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না।’ গার্ডিয়ান