অপরিশোধিত জ্বালানি তেলের বাজার টানা চার সপ্তাহ ধরে নিম্নমুখী। যদিও সপ্তাহের শেষ কার্যদিবসে পণ্যটির ৪ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। যদিও এর আগের দিন জ্বালানি তেলের দাম চার মাসের সর্বনিম্নে নেমেছিল। রাশিয়ান জ্বালানি তেলের চালানের ওপর নিষেধাজ্ঞা আরো জোরদার করায় সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর রয়টার্স।
আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৩ ডলার ১৯ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮০ ডলার ৬১ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ২ ডলার ৯৯ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৫ ডলার ৮৯ সেন্টে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান জ্বালানি তেল পরিবহন করায় যুক্তরাষ্ট্র কিছু জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এ মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে এ মূল্যবৃদ্ধি সত্ত্বেও জ্বালানি তেলের সাপ্তাহিক দাম উভয় বাজার আদর্শে ১ শতাংশ কমেছে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার এ নিয়ে টানা চার সপ্তাহ নিম্নমুখিতায় পার হয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্যটির মজুদ বৃদ্ধি ও রেকর্ড উত্তোলন বৃদ্ধির ফলে এ দরপতন ঘটেছে।
চীনের আবাসন খাতে মন্থরতা ও শিল্প খাতে ধীর প্রবৃদ্ধিও জ্বালানি তেলের চাহিদা কমাতে প্রভাবকের ভূমিকা পালন করেছে। দেশটির শিল্প কার্যক্রম মন্থর থাকায় জ্বালানি আমদানির পরিমাণও কমে গেছে।