ফিলিপাইনে ১৯ কোটি ডলার বেশি বিনিয়োগ ডাইসনের

4

ব্যাগবিহীন ভ্যাকুয়াম ক্লিনারের জন্য বিশ্ববিখ্যাত সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ডাইসন ফিলিপাইনে বিনিয়োগ করতে যাচ্ছে। তারা একটি নতুন কারখানায় ১১ বিলিয়ন পেসো (১৯ কোটি ৩৫ লাখ ডলারের সমতুল্য) বিনিয়োগের পরিকল্পনা করেছে। রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অফিস এ খবর নিশ্চিত করেছে। ঘোষণাটি মার্কোসের সিঙ্গাপুর সফরের সময় এসেছে, যেখানে তিনি ডাইসন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

কনজিউমার ইলেকট্রনিকস জায়ান্ট এরই মধ্যে চলতি বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এশিয়ায় তারা বর্তমানে বিদ্যুচ্চালিত মোটরগুলোর জন্য কারখানা পরিচালনা করে আসছে। এ উল্লেখযোগ্য নতুন বিনিয়োগ নতুন উৎপাদন সুবিধা প্রতিষ্ঠা, গবেষণা ও উন্নয়নের জন্য তহবিল, কর্মীদের সম্প্রসারণসহ আগামী দুই বছরে ডাইসনের প্রয়োজনীয় সফটওয়্যার বিকাশে কাজ করবে।

ডাইসন এ বিনিয়োগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। রাষ্ট্রপতি মার্কোস কর্মসংস্থানের সুযোগগুলোয় ডাইসনের বিনিয়োগের ইতিবাচক প্রভাব তুলে ধরেন। বিশেষ করে ফিলিপিনো সফটওয়্যার প্রকৌশলীদের জন্য এটি এক প্রকার সুসংবাদ।