শেয়ারট্রিপের জন্য ইস্টার্ন ব্যাংকের ১ কোটি টাকা স্টার্টআপ ঋণ

133

দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ বুকিং সাইট শেয়ারট্রিপের অনুকূলে, “ইবিএল স্টার্টআপ এক্সপ্লোরার ” এর আওতায় ১ কোটি টাকা ডিসবার্স করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। ইবিএল স্টার্টআপ এক্সপ্লোরার অধীনে এটিই ঋণ প্রদানের সর্বোচ্চ সীমা।

এ উপলক্ষে আজ (৪ জুন) ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত স্টার্টআপ ফাইনান্সিং প্রোগ্রামে মোঃ আশিকুর রহমান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । আলী রেজা ইফতেখার, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ইবিএল; শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক এবং বেশ কয়েকজন স্টার্টআপ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, “ইবিএল তাদের অগ্রাধিকার দেয় যারা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য অনুসরণ করে। ডিজিটাল রূপান্তর সবসময় প্রযুক্তি এবং উদ্ভাবনের সাথে সম্পর্কিত।

স্টার্টআপ তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ধারণা দিয়ে একটি ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিশেষ ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

এম. খোরশেদ আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং; সৈয়দ জুলকার নায়েন, হেড অব বিজনেস; মোহাম্মদ সালেকীন ইব্রাহিম, হেড অব অ্যাসেট, রিটেইল এসএমই; মোঃ শাবু মুন্সি, হেড অব অ্যাসেট এন্ড এসএমই, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এসময় উপস্থিত ছিলেন।

ইবিএল ইতোপূর্বে স্টার্টআপ বাংলাদেশের সাথে স্টার্টআপ ঋণ প্রডাক্ট “ইবিএল স্টার্টআপ এক্সপ্লোরার” চালু করে। স্টার্টআপ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি।