লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং

119

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৫০টি প্রতিষ্ঠানের ১২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৪ জুন) ডিএসইতে কোম্পানিটির ৫৯ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল হোটেল।

আজ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম,রূপালী লাইফ ইন্স্যুরেন্স,অগ্নি সিস্টেমস,আমার নেট,আইটি কনসালটেন্টস, নাভানা ফার্মা এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি।

এদিন ডিএসইতে মোট ৩৫০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির।