বার্জারের নতুন সিওও হলেন মো. মহসিন হাবিব চৌধুরী

158

পেইন্ট খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে মো. মহসিন হাবিব চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আট বছর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) সেলস অ্যান্ড মার্কেটিং’র সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। মো. মহসিন হাবিব চৌধুরী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতোকোত্তর সম্পন্ন করে ১৯৯৫ সালে বিপিবিএল এ যোগদান করেন। সিনিয়র জেনারেল ম্যানেজার থাকাকালীন তিনি প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা পালন করেন।

নতুন পদে মো. মহসিন হাবিব চৌধুরীর নিয়োগ তার দক্ষতা, কার্যক্রম পরিচালনায় সক্ষমতা, প্রবৃদ্ধি এবং নেতৃস্থানীয় ভূমিকা রাখার সক্ষমতার প্রতি প্রতিষ্ঠানের আস্থাকেই প্রতিফলিত করে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে, নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে মো. মহসিন হাবিব চৌধুরী কোম্পানির প্রবৃদ্ধি এবং লাভের পথে নেতৃত্ব দিবেন।