অ্যাস্টন মার্টিনকে ইঞ্জিন সরবরাহ করবে হোন্ডা

3

অভিজাত স্পোর্টস কার অ্যাস্টন মার্টিন আগামীতে পরিচালিত হবে হোন্ডার ইঞ্জিন দিয়ে। ২০২৬ সাল থেকে ব্রিটিশ স্পোর্টস কার প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানকে ইঞ্জিন সরবরাহ করবে জাপানের বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটরস। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ইঞ্জিন সন্নিবেশের মাধ্যমে হোন্ডা মূলত ফর্মুলা ওয়ানেও প্রত্যাবর্তন করবে। ফর্মুলা ওয়ানের ২০২১ মৌসুমের পর কার রেসে অংশ নেয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

তবে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে প্রস্থান সত্ত্বেও হোন্ডা রেড বুল ও আলফাটাউরি নামের দুটি দলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গতকাল অ্যাস্টন মার্টিনের সঙ্গে হোন্ডার কার্যক্রম পরিচালনাসংক্রান্ত ঘোষণাটি আসে ফর্মুলা ওয়ান মোটর রেসিং ইভেন্ট মোনাকো গ্র্যান্ড প্রিক্স শেষ হওয়ার পর। এতে চ্যাম্পিয়ন হয়েছে রেড বুল, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাস্টন মার্টিন।

হোন্ডার সঙ্গে নিজেদের যুথবদ্ধতার প্রশংসা করে অ্যাস্টন মার্টিনের প্রধান নির্বাহী মার্টিন হুইটমার্শ বলেন, ‘‌হোন্ডার সঙ্গে আমাদের ভবিষ্যৎ কাজের অংশীদারত্ব হলো সামগ্রিক কর্ম সম্পাদনের শেষ ধাপ, যা ফর্মুলা ওয়ানে অ্যাস্টন মার্টিনের উচ্চাভিলাষী পরিকল্পনার সঙ্গে সংযুক্ত।’ তবে অ্যাস্টন ২০২৬ সাল পর্যন্ত মার্সিডিজ পাওয়ার ইউনিট দ্বারা পরিচালিত হবে।

এ প্রসঙ্গে হোন্ডা মোটরসের সিইও ও প্রেসিডেন্ট তোশিহিরো মিবে বলেন, ‘‌নতুন ফর্মুলা ওয়ানের চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্তের একটি মূল কারণ হচ্ছে, বিশ্বের শীর্ষস্থানীয় রেসিং প্লাটফর্মটি একটি টেকসই রেসিং সিরিজে পরিণত হওয়ার চেষ্টা করছে, যা হোন্ডার কার্বন নিরপেক্ষতা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’