সৌদির ফ্লাইনাস এয়ারলাইনসের আয় বেড়েছে ৪৭%

6

কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনার মধ্যেই বড় ধরনের আয়ের মুখ দেখেছে সৌদি আরবের উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস। সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থাটির চলতি বছরের প্রথম প্রান্তিকে বছরওয়ারি আয় বেড়েছে ৪৭ শতাংশ। এ সময় কোম্পানিটি ২৪ লাখের অধিক যাত্রী পরিবহন করেছে। খবর আরব নিউজ।

ফ্লাইনাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রথম প্রান্তিকে সংস্থাটির ফ্লাইট সংখ্যা ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার, গত বছরের একই প্রান্তিকে যেখানে ফ্লাইট সংখ্যা ছিল ১৫ হাজার।

ফ্লাইনাসের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক বান্দার আল-মুহান্না জানান, ২০২২ সালের শুরুর দিকে ‘উই লিংক ওয়ার্ল্ড টু দ্য কিংডম’ স্লোগানের আওতায় চালু হওয়া কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনার জন্যই এমন পুনরুদ্ধার হয়েছে। ফলে মে মাসের মধ্যে এয়ারলাইনসের বহরে উড়োজাহাজের সংখ্যা ৪৮ ইউনিটে পৌঁছেছে। নতুন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট চালু করতে সহায়ক ভূমিকা রেখেছে।

বান্দার আল-মুহান্না বলেন, ‘আমরা ২০২৩ সালের গ্রীষ্মকালে এশিয়া ও ইউরোপে আরো ১০টি নতুন গন্তব্য ও রুটে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছি। আগামী জুনের মধ্যে গন্তব্যের সংখ্যা ২০টিতে উন্নীত করা হবে। ক্রমেই আমরা আন্তর্জাতিক পরিসর বাড়াচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নতুন ২৫০ উড়োজাহাজ ক্রয়াদেশ অনুমোদন দিয়েছেন। এছাড়া আমরা আরো দুটি দেশে আমাদের আকাশপথে চলাচলের অনুমতি পাওয়ার চেষ্টা করছি। এগুলো বাস্তবায়ন হলে আমাদের আন্তর্জাতিক পরিষেবা দ্বিগুণ হবে।’