ডিপিডিসি থেকে এনওএ পেয়েছে বিবিএস কেবলস

121

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড থেকে “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ডিপিডিসি প্রকিউরমেন্ট বিভাগের অধীনে ১১ কেভি ৩ কোটি ৩০০ এসকিউ-এমএম এক্সএলপিই কপার ক্যাবল সরবরাহ করবে।

বিবিএস ক্যাবলস ডিপিডিসিতে মোট ১০৬ কোটি ১৯ লাখ ৩৯০ টাকার তার সরবরাহ করবে।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী বিবিএস কেবলসের আগামী ২৮ দিনের মধ্যে এনওএ কারযকর হবে।