অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

7

সেলফোনের বাজারে বর্তমানে দুটি অপারেটিং সিস্টেম রয়েছে। একটি অ্যান্ড্রয়েড, আরেকটি আইওএস। এর বাইরে টাইজেন, কাইওএসসহ আরো কয়েকটি সিস্টেম চেষ্টা চালালেও সেভাবে বাজারে প্রভাব বিস্তার করতে পারেনি। তবে শিগগিরই তৃতীয় স্থান দখলে নেবে হুয়াওয়ের হারমনি অপারেটিং সিস্টেম। খবর গিজমোচায়না।

২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে হারমনি অপারেটিং সিস্টেম বাজারে আনে হুয়াওয়ে। সে সময় থেকে চীনের বাজারে থাকা ডিভাইসগুলোয় এ অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে। সম্প্রতি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট রিসার্চ। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনে হারমনি ওএসের বাজার ৮ শতাংশ ছাড়িয়েছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএসের পর তৃতীয় স্থান দখলে নিয়েছে হারমনি।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে বিক্রি বছরওয়ারি হিসেবে ১৪ শতাংশ কমেছে। তবে এ সময় অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস বাজারে ভালো অবস্থানে ছিল। গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, এ সময়ের মধ্যে হারমনি ওএস দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে অপারেটিং সিস্টেমটির বাজার হিস্যা ছিল ২ শতাংশ। তবে চীনের বাজারে তা ৮ শতাংশের বেশি।

২০২২ সালে অ্যান্ড্রয়েড সেগমেন্টের জন্য চীন সবচেয়ে বড় অবদানকারী হিসেবে ছিল। ফ্ল্যাগশিপের বাজারের তুলনায় সামষ্টিক অর্থনৈতিক সমস্যার কারণে লো-এন্ড বা কম দামের বাজার বেশি প্রভাবিত হয়েছে। আর এসব বিষয় গত বছর অ্যান্ড্রয়েডের বাজারে প্রভাব বিস্তার করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান বাড়াতে অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে প্রতিযোগিতা চলমান। চলতি বছরের প্রথম প্রান্তিকে আইওএস সাময়িক সময়ের জন্য ৫২ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে উঠে আসে। এছাড়া ভারতের বাজারেও অ্যাপলের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে।