ন্যাশনাল হাউজিং’র উত্তরা সেলস সেন্টার উদ্বোধন

147

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস লিমিটেডের উত্তরা সেলস সেন্টার বুধবার (২২ মার্চ) উদ্বোধন করা হয়।

সেন্টারটি উত্তরা গাউছুল আজম এ্যাভিনিউয়ের ১৪ নাম্বার সেক্টরের ৩ নাম্বার রোডেরের ৬৮ নাম্বার প্লটের সিটি এ্যাক্সিস জাহানারার স্যুাট-৫বি ৬ষ্ঠ তলায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামছুল ইসলাম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানীর হেড অব বিজনেস মাহবুবুর রশিদ আল-আমিন, কোম্পানী সচিব মোঃ সরোয়ার কামাল, গুলশান শাখার প্রধান মোঃ মাহবুবুর রহমান, গুলশান শাখার অন্যান্য কর্মকর্তাগন এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথি ও স্থানীয় বাসিন্দাগণ উত্তরায় সেলস সেন্টার খোলার জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে কোম্পানীর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, অগ্রগতি ও উন্নতি তথা সার্বিক অবস্থা ব্যাখ্যা করে মূল্যবান বক্তব্য দেন । পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।