বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, কেন্দ্রীয় পরিষদ শিল্প সংস্কৃতির উন্নয়নে আগামী ৩রা (তিন) জানুয়ারি ২০২৩, সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ন’টা অবধি “সাহিত্যসভা” নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, পরিবাগ, শাহবাগ, ঢাকায়।
সেখানে নাটক বিষয় নিয়ে আলোচনা চলবে। নাটকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা, নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল হাই দূর্বার। তাঁকে সহযোগিতা করবেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন ছড়া।

আপনাদের সবার আমন্ত্রণতো থাকছেই সেই সাথে আপনি আপনার নাটক প্রিয় বন্ধুদেরকেউ অংশগ্রহণ করাতে পারবেন এ সাহিত্যসভায়।
অনুষ্ঠানটি সার্বিক দায়িত্বে থাকবেন বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, কেন্দ্রীয় পরিষদের উপ-মহাসচিব অধ্যক্ষ এডভোকেট লুৎফুল আহসান বাবু, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মহাসচিব মীর নাসির আহম্মদ নিউটন, পৃষ্ঠপোষকতায় রয়েছেন চেয়ারপার্সন আলেয়া ফেরদৌসী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হারুন টিটো।

ধন্যবাদান্তে
বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, কেন্দ্রীয় পরিষদ।