উরুগুয়ের সামনে বাধা দক্ষিণ কোরিয়া

0

বিশ্বকাপের প্রথম আসর ১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল উরুগুয়ে। এরপর জিতেছে আরো একটি ফাইনাল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি উরুগুয়ে। তবে সেসব এখন সোনালি অতীত।

এরপর সময় গড়িয়েছে বহু, আর কখনোই বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি উরুগুয়ের। তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে নিজেদের প্রথম ম্যাচে আজ আবারও মাঠে নামছে তারা। গ্রুপ এইচ-এ তাদের প্রতিপক্ষ এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

এ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় দক্ষিণ কোরিয়াও। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। যেখানে জয়ে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় দু’দল।

বিশ্বকাপ ইতিহাসে ১৪ বারের মতো মাঠে নামার অপেক্ষায় উরুগুয়ে। যেখানে দলটির মূল শক্তির জায়গা কাভানি ও লুইজ সুয়ারেজ। অন্যদিকে ১১তম বিশ্বকাপ খেলতে আজ মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। এ ম্যাচে মাঠে নেমে টানা দশম বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করবে তারা। ম্যাচের আগে দক্ষিণ করোয়াকে স্বপ্ন দেখাচ্ছে দলের সেরা তারকা সন হিউং মিনের চোট মুক্ত হওয়ার খবর।

তবে শক্তি কিংবা সামর্থ্যের বিচারে দক্ষিণ কোরিয়ার থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে উরুগুয়ে। সবশেষ তিন আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। অন্যদিকে সবশেষ দুই আসরেই গ্রুপপর্বের বাধা টপকাতে পারেনি দক্ষিণ কোরিয়া।

তবে দুশ্চিন্তার কারণও আছে উরুগুয়ের। নিজেদের সবশেষ সাত বিশ্বকাপের ছয়টিতেই প্রথম ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে উরুগুয়ে। এর মধ্যে ড্র করেছে তিনটি, হেরেছে তিনটি। তবে ২০১৮ সালের আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো গোল হজম না করে সব ম্যাচ জিতেছিল তারা।

অন্যদিকে বিশ্বকাপের গত দুই আসরে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে তাদের জয় মাত্র দুটিতে। বাকি সাত ম্যাচে হার পাঁচটি, ড্র দুটি। বিশ্বকাপে তাদের সবশেষ জয় জার্মানির বিপক্ষে। ২০১৮ সালের আসরে তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল এশিয়ান দেশটি। সেই ম্যাচ থেকেই প্রেরণা খুঁজতে চাইছে দলটি।

তবে দু’দলের মুখোমুখি দেখায় এগিয়ে উরুগুয়ে। এখন পর্যন্ত ৮বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে বিশ্বকাপের দুই ম্যাচসহ মোট ৬ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। তবে দুই দলের সবশেষ দেখায় উরুগুয়েকে হারানোর সুখস্মৃতি রয়েছে দক্ষিণ কোরিয়ার। যা ম্যাচের আগে উজ্জ্বীত করছে তাদের। তবে সাম্প্রতিক সময়ে দারুণ সময় পার করছে হিউং মিন। যা প্রতিপক্ষের রক্ষণের ভয়ের কারণ। তবে সব ছাপিয়ে জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।