রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৫০)। অটোরিকশা চালকের বাড়ি যশোর কোতোয়ালি উপজেলায় নুরপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবুল কাশেম।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। আহতরা হলেন- মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫)।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বনানীর আর্মি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে চালককে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১২ আগস্ট) সকালে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম জানান, অটোরিকশাটিতে মা-ছেলে দুজন যাত্রী ছিলেন। বনানী স্টেডিয়ামের পাশে কোনো একটি গাড়ি অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আহত মালতিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার ছেলে বিশ্বজিৎ তেমন গুরুতর আঘাত পাননি। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের গ্রামের বাড়ি নাটোরে। আমরা সিসি টিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।
