ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া দুই মাসের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৮ এপ্রিল) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে দুদক।

চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগে ঘুষ লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত পুলিশের এই সাবেক কর্মকর্তাকে গত ১৩ এপ্রিল জামিন দেন হাইকোর্ট।

একইদিনে মানি লন্ডারিংয়ের মামলায় দুদকের এনামুল বাছিরের ৮০ লাখ টাকা জরিমানার সাজা স্থগিত করে হাইকোর্ট। সেই সাথে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ।

এর আগে আদালত গত ৬ এপ্রিল মিজানের জামিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আদালত আজ জামিনের দিন ধার্য করেন। এসময় নিম্ন আদালতে থাকা মামলার সব নথিও তলব করেন হাইকোর্ট।

গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ