যার নেশা গরিব অসহায় মানুষের সাহায্য করা। যিনি ছুটে চলেন সুবিধাবঞ্চিত শিশুদের আলোর মুখ দেখাতে। যিনি অসহায় গরিব শিশুদের সাহায্য করতে গড়ে তোলেছেন সংগঠন। যার নাম সহমর্মিতা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবিক মানুষ ও তরুণ উদ্যোক্তা যার নাম পারভেজ হাসান। আজ ৬ জানুয়ারি তার জন্মদিন।
এবার জন্মদিন উপলক্ষে পারভেজ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজধানীর বাইরে খুলনায় থাকায় এই এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন পালন করি। প্রতিবছরই পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন পালন করা হয়।

জন্মদিন নিয়ে পারভেজ এর ফেসবুক পেইজে আপলোড দেয়া ভিডিওতে দেখা যায়, পারভেজ এর গাড়ি দেখেই তাকে চিনে ফেলেন শহরের পথশিশুরা, ডাকতে থাকে পারভেজ ভাইয়া বলে। তার এই মানবিকতা ও শিশুদের কাছে পরিচিতি প্রিয়তা প্রশংসা কুড়ায় নেট দুনিয়ায়। পারভেজ হাসান বলেন, আমি যখন এদের কাছে যাই এদের গল্পটা শুনি, বন্ধুর মত আচরণ করে এদের কষ্টগুলো বুঝার চেষ্টা করি, প্রাই সব শিশুর গল্পটা একই থাকে। কারো মা নেই, কারো বাবা নেই। কারো আবার কেউ—ই নেই। আবার দেখা যায় এমনো শিশু আছে যারা জানেনই না তাদের মা বাবাকে। যে সময়টা অন্যান্য শিশুদের মত হেসেখেলে তাদের জীবন অতিবাহিত করার কথা সেই সময়টা তারা জীবনের সাথে লড়াই করে কাটাতে হচ্ছে, খাবারের জন্য হাত পাততে হচ্ছে আমার আপনার কাছে, কেউ দয়া করে দিলে খায় না দিলে না খেয়েই কাটাচ্ছে দিন।
সারা দেশে এই তরুণের ৩১টি জেলায় টিম আছে। হাতিরঝিলের আশেপাশে যেসব ছেলেরা নেশাগ্রস্থ তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ভিক্ষাবৃত্তিতে জড়ানো অনেক শিশুকে পানি বিক্রির মতো সহজ কাজে অর্থ দিয়ে সহায়তা করেন। উদীয়মান এই তরুণ স্বপ্ন দেখেন সারা দেশে শিশুদের জন্য নিরাপদস্থল গড়ার এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।
