ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

২২ চিকিৎসক নিয়োগ বিএসএমএমইউর ছয় সাব-স্পেশালিটিতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটির ছয় বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন ২২ চিকিৎসক। ফিটোমেটারনাল, গাইনোকোলজিক্যাল, অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোক্টাল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগে নির্বাচিত চিকিৎসকরা প্রশিক্ষণ গ্রহণ করবেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বিএসএমএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জিএম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস (সাব-স্পেশালিটি) ফিটোমেটারনাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোক্টাল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ সমূহে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ ইচ্ছুক উল্লেখিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নামের পার্শ্বে উল্লেখিত সাব-স্পেশালিটিতে নির্ধারিত ফি জমাদন সাপেক্ষে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে।’

বেরকারী প্রার্থীদের ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউ সার্জারি অনুষদের ডিন, বিএসএমএমইউ পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসের অনারারী সচিব, বিভাগগুলোর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ