ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সাড়ে ১১ টার মধ্যে জাপানি দুই শিশুকে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে আজ বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শিশু দুটির বাবার বিরুদ্ধে তাদের মা আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এমন আদেশ দেন।

শিশু দুটির মায়ের মায়ের আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাত ১০টার মধ্যে দুই শিশুকে মায়ের কাছে দেওয়ার কথা থাকলেও দেননি বাবা শরীফ ইমরান। এই নির্দেশনা না অমান্য করার অভিযোগ আনার পর আদালত এমন আদেশ দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ