ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন

‘খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, দেশে উন্নত চিকিৎসা পদ্ধতি না থাকায় তার এই সমস্যা দিন দিন বাড়ছে। সরকারের দাম্ভিকতা আর প্রতিহিংসায় খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী। অপরাধ না করেও কেন বিএনপি নেত্রীকে ক্ষমা চাইতে হবে সে প্রশ্ন রাখেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ