ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:২১ অপরাহ্ন

পেরুর তামা উত্তোলন বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ

বৈশ্বিক তামা উত্তোলনে দ্বিতীয় পেরু। দেশটির প্রধান রফতানি পণ্যও এটি। চলতি বছরের প্রথম নয় মাসে পেরুর তামা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ (মিনেম) মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছর মহামারীর কারণে তামা খনিগুলোয় উত্তোলন কার্যক্রম বাধার মুখে পড়ে। ভ্রমণ নিষেধাজ্ঞা, শ্রমিক সংকটসহ নানা কারণে তামা উত্তোলন কমে যায়। তবে এ বছর পরিস্থিতির উন্নতি হয়েছে। উত্তোলন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আন্তামিনা ও কেরো ভার্দে খনি এবং দক্ষিণাঞ্চলীয় কোম্পানিগুলো।

মিনেম বলছে, শুধু তামাই নয়, স্বর্ণ উত্তোলন ১২ দশমিক ৮, দস্তা উত্তোলন ৩০ দশমিক ৫, রৌপ্য উত্তোলন ৩০ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,