বৈশ্বিক তামা উত্তোলনে দ্বিতীয় পেরু। দেশটির প্রধান রফতানি পণ্যও এটি। চলতি বছরের প্রথম নয় মাসে পেরুর তামা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ (মিনেম) মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছর মহামারীর কারণে তামা খনিগুলোয় উত্তোলন কার্যক্রম বাধার মুখে পড়ে। ভ্রমণ নিষেধাজ্ঞা, শ্রমিক সংকটসহ নানা কারণে তামা উত্তোলন কমে যায়। তবে এ বছর পরিস্থিতির উন্নতি হয়েছে। উত্তোলন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আন্তামিনা ও কেরো ভার্দে খনি এবং দক্ষিণাঞ্চলীয় কোম্পানিগুলো।

মিনেম বলছে, শুধু তামাই নয়, স্বর্ণ উত্তোলন ১২ দশমিক ৮, দস্তা উত্তোলন ৩০ দশমিক ৫, রৌপ্য উত্তোলন ৩০ দশমিক ৩ শতাংশ বেড়েছে।