ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

বেক্সিমকো ও স্কয়ার পেলো করোনার মুখে খাওয়ার ওষুধ বাজারজাতের অনুমোদন

মহামারি করোনা ভাইরাসের চিকিৎসায় দেশের বাজারে শুরু হয়েছে মুখে খাওয়ার বড়ি ‘মলনুপিরাভি’। আর এই ওষুধ বাজারজাত শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এর মধ্যে সোমবার অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও এসকেএফ এবং মঙ্গলবার অনুমোদন পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন, দেশে করোনার চিকিৎসায় ঔষধটির (মলনুপিরাভির) জরুরি ব্যবহার ও উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে। আর প্রাথমিকভাবে তিনটি কোম্পানিকে দেওয়া হয়েছে এই ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি।

তিনি আরও জানান, মোট ১০টি কোম্পানি মলনুপিরাভির বাজারজাতকরণের অনুমতি চেয়ে আবেদন করেছে। বাকীদেরকেও পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হতে পারে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও একমি ফার্মাসিউটিক্যালস।

এছাড়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার ফার্মাসিউটিক্যালস, জেনারেল ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও হেলথকেয়ার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন