ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ন

বিয়ে করলেন মালালা ইউসুফজাই

পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। তার স্বামীর নাম অ্যাসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা।

মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজেই বিয়ের খবর জানিয়েছেন মালালা।

টুইটারে বরের সঙ্গে দুইটি ছবি শেয়ার করে মালালা লিখেছেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অ্যাসার এবং আমি সারাজীবনের জন্য গাঁট বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে বার্মিংহামের বাড়িতে একটি নিকাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’

যদিও বিয়ের বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। গত জুন মাসেও ব্রিটেনের একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‌‘মানুষকে কেন বিয়ে করতেই হবে এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?’ তার এ বক্তব্য নিয়ে ওই সময় তীব্র আলোচনার জন্ম হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন