‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ এর বেস্ট রিপোর্টিং হিসেবে সন্মাননা পেয়েছন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ডিআরইউর উদ্যোগে ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর মিলনায়তনে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ উপলক্ষে এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে ভিডিও বার্তা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ এর চেয়ারম্যান ও বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার এবং ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতি ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
এ বছর ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
দেশের ১০ জন সিনিয়র সম্পাদকের ভোটে যাচাই-বাছাই করে প্রতিবেদনগুলো নির্বাচন করা হয়।