কফি উৎপাদনে বিশ্বে সর্বোচ্চ স্থান দখলকারী দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এ দেশটি রফতানিতেও শীর্ষ স্থানে আছে। কিন্তু গত মাসে বিপর্যস্ত উৎপাদন এবং জাহাজীকরণ জটিলতার কারণে ব্রাজিলের কফি রফতানি কমেছে। খবর রয়টার্সের।
ব্রাজিলের কফি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সিক্যাফে
প্রধান নিকোলাস রয়ডা বলেন, জাহাজীকরণ জটিলতার কোনো উন্নতি হয়নি। রফতানিকারকরা কনটেইনার ও কার্গোর বুকিং পেতে হিমশিম খাচ্ছেন। এছাড়া শিপিং কোম্পানিগুলো বারবার পণ্য বোঝাই কার্যক্রম স্থগিত করে দিচ্ছে। কনটেইনার এবং লোডিং বুকিং নিশ্চিত করতে তীব্র প্রতিযোগিতা লক্ষ করা গিয়েছে রফতানিকারকদের মাঝে।
সিক্যাফে জানায়, সেপ্টেম্বরে দেশটি ২৭ লাখ ৪০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২৯ শতাংশ কমেছে।
নিকোলাস বলেন, যুক্তরাষ্ট্র ব্রাজিলিয়ান কফির প্রধান ক্রেতা। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কফি আমদানিকারক দেশও ভোগান্তি পোহাচ্ছে। সরবরাহ চেইনে দেখা দেয়া প্রতিবন্ধকতা মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, ব্রাজিল গত মাসে অ্যারাবিকা কফি রফতানি করে ২৪ লাখ ২০ হাজার ব্যাগ। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২৪ শতাংশ কমেছে। রোবাস্তা রফতানি কমেছে ৫১ শতাংশ। সেপ্টেম্বরে দেশটি ৩ লাখ ২৬ হাজার ৪৫ ব্যাগ রোবাস্তা কফি রফতানি করতে সক্ষম হয়।