ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

দীর্ঘ দেড় বছর পর আজ ক্লাসে ফিরছেন ঢাবি শিক্ষার্থীরা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ দেড় বছর পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হচ্ছে । শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ১০ অক্টোবর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হয়। আজ রোববার (১৭ অক্টোবর) থেকে ‘স্বাস্থ্যবিধি’ মেনে চলবে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে সশরীরে ন্যূনতম ৬০ শতাংশ ক্লাস নিতে হবে। বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবে।

এদিকে দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকোভারি প্ল্যান’ অনুসরণ করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ