ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ডিএনসিসিতে লংকাবাংলার বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’—এ প্রতিপাদ্যে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

ডিএনসিসির সিইও মো. সেলিম রেজা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের কাছে লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার চারা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।

ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক এবং লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল, হিউম্যান রিসোর্সেস প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, জেনারেল ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভিসেসের প্রধান মুহাম্মদ হাবিব হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় ডিএনসিসির আওতাধীন এলাকায় জন্মগ্রহণকারী এবং বসবাসকারী দুই বছরের কম বয়সী শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহের সময় উপহার হিসেবে বিভিন্ন ধরনের গাছের চারা দেয়া হবে। – সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ