পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৯টি কোম্পানির শেয়ার দর অপ্রত্যাশিত বেড়ে যাওয়ায় বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার নিয়ে কারসাজি করার কিছু আলামত খুঁজে পাওয়ায় তা আরও নিখুঁতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনে কোম্পানিগুলোর কারসাজিতে সম্পৃক্ত ব্যক্তিদের শুনানি করা হবে।
যে ৯টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে- বিকন ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, ফু-ওয়াং সিরামিক, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, ঢাকা ডাইং, জিবিবি পাওয়ার, এমারেল্ড অয়েল এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে
বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কমিটিতে আছেন বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক।