ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন

রেসো’র সভাপতি খোরশেদ, সম্পাদক সিফাত নির্বাচিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত সংগঠন ‘রেসো যুব ফাউন্ডেশন’র নির্বাচনে ২০২১-২৩ সেশনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে হোসেন আহমেদ সিফাত।

গত ১ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের ভূইঘড় এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডেন্টাল হেলথ্ সোসাইটি’র যুন্ম-মহাসচিব নাজমুল ইসলাম।

এছাড়া সহসভাপতি মো. রেজাউল ইসলাম রাজু, মহিলা সহ-সভাপতি আফনান সুলতানা তানিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ বিষয়ক সম্পাদক মো. আজম খান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন রিতা রিয়া, উপ-মহিলা বিষয়ক সম্পাদক লাকী রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শামীম ভূঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মিনহাজ হোসাইনসহ মোট ১২টি পদে নির্বাচিত হন নেতারা।

পূর্ব কমিটির বেশিরভাগ সদস্য তাদের পূর্ববর্তী পদে এবং নতুন কিছু পদে অধিষ্ঠিত হওয়া ছাড়াও নতুন অনেক সদস্য কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন। নবনির্বাচিত এই কমিটি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘রেসো যুব ফাউন্ডেশন’কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করবে বলে জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

নির্বাচনী কার্যক্রম শেষে রেসো যুব ফাউন্ডেশন ও নিঃস্বার্থ সংগঠনের যৌথ পরিচালনায় পরিচালিত ‘রেসো-নিঃস্বার্থ উন্মুক্ত বিদ্যালয়’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ