ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিক্যালে ১৫ দিনে সর্বনিম্ন মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। মৃত নারী ময়মনসিংহের বাসিন্দা।

এরআগে, গত ১৮ সেপ্টেম্বর একদিনে সর্বনিম্ন একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে পাঁচ জন চিকিৎসাধীন। এছাড়াও সুস্থ হয়ে ২৭ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৭৭ টি নমুনা পরীক্ষায় ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৪ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ