মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে উদ্ভাবিত টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ফাইজার-বায়োএনটেকের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। ৬৫ বছর বয়সী বা এর চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের জন্য এ ডোজের অনুমোদন দেওয়ার পর বাইডেন এ টিকা গ্রহণ করেন।
খবর বিবিসির।

জানা যায়, স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন বাইডেন। এর আগে তিনি ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। বুস্টার ডোজ হিসেবেও একই টিকা নিলেন তিনি।
বুস্টার ডোজ গ্রহণের পর এক টুইটে বাইডেন বলেন, যারা করোনাভাইরাসে সংক্রমণের উচ্চ ঝুকিতে রয়েছেন বুস্টার ডোজ তাদের আরও বেশি সুরক্ষা দেবে। তাই আমি আজ বুস্টার ডোজ গ্রহণ করলাম। সবাইকে এ বিষয়ে উতসাহিত করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে বাইডেন টিকার প্রথম ডোজ নেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর চলতি বছরের জানুয়ারিতে নেন তিনি দ্বিতীয় ডোজ।
