ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:১৭ পূর্বাহ্ন

শাওন – সাফার ‘ও আমার বাসর রাত’

‘ও আমার বাসর রাত’নামক একটি নাটকে অভিনয় করলেন শাওন ও সাফা।এই রোমান্টিক ঘরানার নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি যেটির রচনা ও পরিচালনায় আছেন হাসান হামেদ নোমান।
উত্তরায় এর দৃশ্যধারনের কাজ হয়েছে। শাওন জানান, নাটকে তার চরিত্রের নাম রিজভি। আর সাফা কবিরকে নীলা চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। বৌ-বর এর কাহিনী। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, অনিক, লামিয়া, মম আলী, রিয়া রিসা, পামির খানসহ অনেকে। খুব শিগগরিই নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ