আগ্রহের শীর্ষে তিন কোম্পানি

53

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। বুধবার (০৮ সেপ্টেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং এস্কয়্যার নিট কম্পোজিট।

মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৭ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮৩.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

আলিফ ইন্ডাস্ট্রিজ: মঙ্গলবার আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।

এস্কয়্যার নিট কম্পোজিট : মঙ্গলবার এস্কয়্যার নিট কম্পোজিটের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।