ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

২৫ ঊর্ধ্বরা ভ্যাকসিন পাবেন, অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারীরা নয়: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ বছরের ঊর্ধ্বে অনেকেরই জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টিকা দিতে গেলে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এ জন্য ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা ২৫ ঊর্ধ্ব করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার (৬ আগস্ট) মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে আয়োজিত ‘দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেকোনো টিকাদান কার্যক্রম সুনির্দিষ্টভাবে প্রদান পরিকল্পনা করা সম্ভব হয়না। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছি। দেশে ভ্যাকসিনের ঘাটতি থাকলেও সকলকে ভ্যাকসিন প্রদানে সরকার বদ্ধপরিকর। এখন পর্যন্ত এক কোটি ৯৯ হাজারে অধিক মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ‘

তিনি আরও বলেন, ‘আগামী ৭ আগস্ট থেকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগনকে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৪৬০টি ইউনিয়ন, সকল সিটি করপোরেশন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিতে টিকা প্রদান করা হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ